নিত্য নিউজ প্রতিবেদক (ধনুট) :
বগুড়ার ধুনটে চিকিৎসা নিতে এসে বেসরকারী ক্লিনিকের পরিচালকের হাতে শিশু সন্তান সহ আব্দুর রাকিব সনেট নামের রোগী দম্পত্তি লাঞ্চিত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ভুক্তভোগী আব্দুর রাকিব সনেট জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৬ মার্চ ধুনট উপজেলা সদরে আদর্শ ডায়াগনস্টিক সেন্টারে যান। দুপুরে ডাক্তার দেখানোর সিরিয়াল নেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখাইতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল মমিনের সাথে তার বাকবিতন্ডার একপর্যায়ে আব্দুর রাকিব সনেটকে মারধর করা হয়। এসময় তার অসুস্থ স্ত্রী স্বামীকে উদ্ধার করতে গেলে তিনি সহ কোলে থাকা শিশু সন্তানও আহত হয়। এঘটনায় ভুক্তভোগী ধুনট থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
আদর্শ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল মমিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আব্দুর রাকিব সনেট নামের ওই ব্যাক্তি সিরিয়াল পর্যন্ত অপেক্ষা না করে হট্টগোল শুরু করেন। পরে অন্য রোগীর সাথে আসা লোকজন তাকে থামতে বললে সে চড়াও হন। একপর্যায়ে তাদের সাথে তার সামন্য কথা কাটাকাটি হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের কেউ তাকে কিছুই বলেনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, আব্দুর রাকিব সনেটের অভিযোগটি সাধারন ডায়েরী রেকর্ড করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।