বগুড়ার দুই ফ্রীল্যান্সারকে অপহরণের করে চাঁ’দা’দাবি  রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য বগুড়ায় গ্রেফতার! 

নিত্য তথ্য বগুড়া রাজশাহী

ডেস্ক নিউজ:

আজ২৪ মার্চ বগুড়া নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ কর্তৃক শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামকস্থানে অভিযান পরিচালনা করে ডিবি (আরএমপি) তে কর্মরত (বিপি-৮৫০৮১২৩৪১২) এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, বিপি-৯৫১৫১৭৮৭৮৭) কনস্টেবল রিপন মিয়া, (বিপি-৯৬১৫১৭৪৯০১) কনস্টেবল আবুল কালাম আজাদ, (বিপি-৯৩১১১৪২০০৩) কনস্টেবল মোঃ মাহবুর আলম, (বিপি-৯৩১২১৪৯০২২) কনস্টেবল মো: বাশির আলী ও সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে ২ লক্ষ টাকা, ১ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাফ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, বগুড়া ধুনট উপজেলার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) পিতা সেলিম শেখ ও জাহাঙ্গীর (২৪) পিতা মৃত শেরবান খাঁ উভয়ের গ্রাম দিঘলকান্তি,থানা-ধুনট। ২ জনকে আটক করে। এসময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে রাব্বি ও জাহাঙ্গীর এর সাথে সমঝোতার মাধ্যমে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি রাব্বি ও জাহাঙ্গীরের পরিবার তাদের আত্মীয় স্বজনদের জানায়।

পরে এসআই শাহিনের নেতৃত্বে ডিবি টিমটি পালানোর কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এর টহল দলের ইনচার্জ সার্জেন্ট মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ও অন্যান্য অফিসারের সহায়তায় তাদেরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব তাদের এই টিম কে জানান যে, তার বাড়ি ধুনট থানায় ও তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত না করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *