নিত্য নিউজ ডেস্ক:
বগুড়ার গাবতলী উপজেলায় শীতার্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পদ্মপাড়া মসজিদে আর রাহমান প্রাঙ্গণে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করে পদ্মপাড়া জেডফোর্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মপাড়া জেডফোর্সের প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত স্কুলছাত্র ইফতেখার আহমেদকে আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবর রহমান, সাজেদুর রহমান মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, খোকন, হাসানুজ্জামান পলাশসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা