নিত্য নিউজ প্রতিবেদকঃ
শেখাে ,করো, শেখাও পরিবেশ বাঁচাও, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়েছে সাইকেল র্যালি। টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ‘তীর’ এর সদস্যদের আয়োজনে কার্বন নিঃসরণের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরতেই আয়োজকরা সাইকেল র্যালি নিয়ে বগুড়া শহরসহ শহরতলিতে সাইকেল র্যালিটি করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটির উদ্বোধন করা হয়। র্যালির উদ্বোধন করেন আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো: শওকত আলম মীর। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের(তীর) সভাপতি হোসেন রহমান, সাধারণ সম্পাদক অমিত সাহাসহ সংগঠনের অব্যান্যরা।
তীরের সভাপতি হোসেন রহমান বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর প্রতিযোগিতায় শিল্পোন্নত দেশগুলো মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করছে কয়লা ও ডিজেল। এতে কার্বন নিঃসরণের বেড়ে গেছে ভয়াবহ রকমভাবে। এই কার্বন ডাই-অক্সাইডই পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তরকে। ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মানুষ, প্রাণী ও উদ্ভিদ জগতের শৃঙ্খলিত নিয়ম ভেঙে পড়বে। এলোমেলো হয়ে যাবে সব কিছু। মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ইত্যাদি ঝুঁকি বেড়ে যায়।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি পরিবেশ রক্ষায় কাজ করার। কার্বন নিঃসরণের ও পরিবেশ সুরক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।