নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের বিশেষ অভিযানে ১৮০টি কাটুনে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করে ১ জন আসামী গ্রেফতার করেছে।
বগুড়া জেলা ডিবি পুলিশ জানান, গত ১১ ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলার ইসমাইল ফুড প্রডাকস লি : কোম্পানি হতে মেসার্স সোবহানা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ট্রাকযোগে এক ট্রাক সোয়াবিন তেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু উক্ত ট্রাকের ড্রাইভার সহ একটি সিন্ডিকেট উল্লেখিত সোয়াবিন তেল প্রতারনার মাধ্যমে আত্বসাত করে নেয়। ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকায় মাকড়কোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে নূর আলম এর বাড়িতে অভিয়ান চালিয়ে তার বাড়ির পরিত্যক্ত ঘর হইতে ১৮০ টি কার্টুনে মোট ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করে জব্দ করে উক্ত সিন্ডিগেটের একজন আসামীকে গ্রেফতার করে।
এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।