নিত্যনিউজ প্রতিবেদক:
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার পরের দিন একই এলাকায় বসেছে বউ মেলা। মেলাতে এলাকার বউ, মেয়েরা সাচ্ছন্দে কেনা কাটার সুযোগ পাচ্ছে । পুরুষ বিহিন নারীদের জন্যই এই মেলা বলে এ মেলা বউ মেলা নামে পরিচিত লাভ করে । মেলাতে পাওয়া যায় কসমেটিক্স, সংসারের জিনিষপত্রসহ বিনোদনের নানা সুযোগ সুবিধা রয়েছে।
মাঘের শেষ সপ্তাহের বুধবারে বসে বগুড়ার গাবতলীতে পোড়াদহ মেলা। এটি মাছের মেলা বা জামাই মেলা হিসেবে পরিচিত।আর বৃহস্পতিবার দিনব্যাপি পোড়াদহ গ্রামের পার্শ্বে মহিষাবান ইউনিয়নে ত্রিমহোনীতে বসে বউ মেলাবৃহস্পতিবার সকাল থেকে এলাকার নারীরা দলে দলে আসছেন এ বউ মেলাতে। এ মেলার বেশীর ভাগ দোকানী নারী। প্রতিবছরই তারা এ মেলাতে বেচাকেনা করেন। ভালই হয় বেচাকেনা। পরিবেশও ভাল বলে জানান দোকানী আমেনা বেগম। তার মত পুরুষ দোকানী শাহেদ জানান, পুরুষ হলেও আমরা নারীদের সমীহ করি। তারাও আমাদের মেনে নেয়।
সব বয়সী নারী, শিশুরা এসেছেন এ মেলায়। সুদুর ঢাকা থেকে আরম্ভ করে আশপাশের জেলাগুলি থেকে আত্নীয় স্বজনের বাসায় এসে মেলাতে ঘুরছেন তারা। সুন্দর পরিবেশ এ গ্রামীন মেলা উপভোগ করতে পেরে খুশী তারা। ঢাকা থেকে দাদার বাড়ীতে এসে শিশু সুমী বলেন দাদী বাড়ীতে তিনদিন আগে এসে আজ এ মেলাতে ঘুরছেন।ভালই লাগছে তাদের।
এলাকার যুব সমাজ এই মেলার আয়োজক। ৩শ বছর আগ থেকে প্রতিবছর পোড়াদহ মেলার পরের দিন এ বউ মেলা যাতে কোন ধরনের বিশৃংখল পরিবেশ না হয় সে দিকে লক্ষ্য রাখে তারা। নারীরা নিবিঘ্নে কেনা কাটা করে ফিরে নিজ নিজ বাসায়। আযোজকদের একজন ইঞ্জিনিয়ার শামীম হোসেন জানান, নারীরা আমাদের মা বোন মেয়ে। তাদের নিরাপত্তা ও স্বচ্ছন্দে বেচাকেনা করার দায়িত্ব যুব সমাজ নিয়েছে।
মেলাতে ছোট বড় প্রায় শতাধিক দোকান রয়েছে। দিনশেষে বেচাকেনা প্রায় ২ ০ লাখ টাকা হয় বলে জানান আয়োজক কমিটি।