বগুড়া শিশু নাট্যদল’ এর রজতজয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী ‘শিশু উৎসব

নিত্য তথ্য বগুড়া

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার অন্যতম শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘বগুড়া শিশু নাট্যদল’ এর রজতজয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী ‘শিশু উৎসব’।  গতকাল ৩১ জানুয়ারি ২০২৫, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উৎসব চত্বরে ফুলের মালা কেটে দিনব্যাপী ‘শিশু উৎসব’এর উদ্বোধন করেন বগুড়া ইয়ূথ কয়্যার-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু। অতঃপর উৎসবের আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অতঃপর বগুড়া শিশু নাট্যদল-এর উপদেষ্টা রোটাঃ রেজাউল বারী ঈসার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতর বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইনামুল হক রঞ্জু ও লায়ন আতিকুর রহমান মিঠু।

 

এরপর সারাদিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে বগুড়ার শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে উচ্চারণ একাডেমী, ক্রিয়েটিভ কালচারাল একাডেমী, প্রকাশ শৈলী, লিটল থিয়েটার, সপ্তস্বর, ভোর হলো, চর্চা সাংস্কৃতিক একাডেমী, কুঁড়ি ও বগুড়া শিশু নাট্যদল।

 

বিকাল ৫ টায় রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বগুড়া শিশু নাট্যদল-এর উপদেষ্টা জি এম সাকলায়েন বিটুলের সভাপতিত্বে উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক অনুবাদ ও সাহিত্য সমালোচনা ড. এলহাম হোসেন, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম সুরজিৎ কুমার সাহা ও ফোকাস সোসাইটি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শুদ্ধস্বর-এর সভাপতি কবি আবদুর রাজজাক ও বগুড়া কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) কে বি এম মুসা বাদশা। আলোচনা শেষে অতিথিবৃন্দ রজতজয়ন্তী উপলক্ষ্যে শিশুর কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব হাসিব পান্না, মুক্তিযোদ্ধা ইনামুল হক রঞ্জু ও রোটাঃ রেজাউল বারী ঈসা এবং শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন উচ্চারণ একাডেমী, প্রকাশ শৈলী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ-এর কর্ণধার যথাক্রমে এড. পলাশ খন্দকার, লুবনা জাহান ও মুক্তিযুদ্ধ মাহমুদুস সোবহান মিন্নুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে জান্নাতুল ফেরদৌস সাফাকে উৎসবের শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার প্রদান করেন।

 

দিনব্যাপী শিশু উৎসবের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামরিন নাহার বাবলী ও সদস্যদের মধ্যে আবেদা আশরাফ, উম্মে হাবিবা নাজলী, সালমা হোসেন ছবি, আফসানা সিমী, নূরজাহান রেখা এবং কবি রাহমান ওয়াহিদ, শিশুশিল্পী শাফিউল আলম, ফারহান লাবিব, শেখ মোহাম্মদ আজমাঈন সৌরভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *