নিত্য নিউজ প্রতিবেদক:
দীর্ঘ চার মাস পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক পত্রে অনুমোদিত কমিটির সদস্যদের নাম অনুমোদন দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক- হোসনা আফরোজা (জেলা প্রশাসক, পদাধীকার বলে), সদস্য সচিব- তোছাদ্দেক হোসেন (উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পদাধীকার বলে), সদস্য-
হাসান আলী আলাল (ক্রীড়ানুরাগী), খালেদ মাহমুদ রুবেল (আম্পায়ার, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি), খাজা আবু হায়াত হিরু (সাবেক খেলোয়াড়), হাসান মোল্লা (ছাত্র প্রতিনিধি), গোলাম মোস্তফা (মোস্তফা মোঘল, ক্রীড়া সাংবাদিক)। উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যত্থানের পর সারাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দেওয়া হয়।