ডেস্ক রিপোর্ট:
বগুড়ার কাহালু উপজেলায় চাঞ্চল্যকর রাকিব হত্যাকান্ডে জড়িত ফনি নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রংপুর মিঠাপুকুর উপজেলার জাগীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ফনি চন্দ্রকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার ফনি চন্দ্র (২৭) জেলার কাহালু উপজেলার শিবা-কলমা এলাকার প্রফুল্ল প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে র্যাব-১২ ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ৩০ আগস্ট কাহালু উপজেলার শিবা-কমলা গ্রামে নৃশংসভাবে খুন হন রাকিব। ১ সেপ্টেম্বর কাহালু থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফনি চন্দ্র রংপুর জেলার মিঠাপুকুরে আত্মগোপনে ছিলেন। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, রাকিব হত্যাকান্ডে জড়িত ফনি চন্দ্রকে কাহালু থানায় হস্তান্তর করা হয়, পরে পুলিশ দুপুরে আসামি ফনিকে আদালতে পাঠায়।