নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের চারমাথা গোদারপাড়া বাজারে এলাকায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্তাত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। বিএনপির দেয়া ৩১দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহব্বান জানান। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য দোয়া চেয়ে সুস্থতা কামনা করা হয়।
মঙ্গলবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীমুর রাজী তরুন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, ১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাঙ্গা, রেজ্জাকুল হায়দার রুনু, ওয়াহেদুর রহমান, বেলাল হোসেন, রফিক, নাসির উদ্দিন, রানা, মুন্নু, তোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদল নেতা শোয়েব ইসলাম অভি, আরেফিন, শিশির, ছোয়াদ, রুকু, নিরব, রকি, রিফা প্রমুখ।