নিত্য অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস’র চারদিনের সেমিনারের উদ্বোধনী পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি এই বক্তব্যকে নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে বলেন, জানি না কী হবে। বাংলাদেশ কি ধনী দেশ হতে পারবে এমন এক প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন বলেন, তখন (নির্বাচিত সরকার আসার পরে) সবাই মিলে করতে পারি। তখন সবাই মিলে ভাবা যাবে- কীভাবে হতে পারে
পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। ব্যাংকের টাকাও বাইরে চলে গেছে। বড় বড় শিল্প গ্রুপের বিশেষ করে বেক্সিমকো গ্রুপের ব্যালেন্স শিটে অনেক টাকা দেখা যায়। কিন্তু বাস্তবে তাদের কোনো রিসোর্স নাই, টাকা নাই। উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন, অর্থনীতির এমন অবস্থার মধ্যে সমতাভিত্তিক সমাজ বির্নিমাণে যেতে হলে অনেক খরচ করতে হবে। এরকম অবস্থার মধ্যে তা কীভাবে সম্ভব? সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করতে হলে প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদের সংগঠনও শক্তিশালী হতে হবে। তিনি বলেন, সারা দেশের চর, জলাধার, হাওর ও বিল প্রভাবশালীরা দখল করে নেয়। যদি কৃষক সংগঠন শক্তিশালী হতো, কাঠামোগত গণতন্ত্র থাকতো, প্রান্তিক পর্যায়ে গণতন্ত্র মজবুত হতো- তাহলে অনেক লাভ হতো। ‘এনুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভলেপমেন্ট, এবিসিডি’ শীর্ষক এই সেমিনারের ‘দি মিডল ইনকাম ট্র্যাপ’ শীর্ষক উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।