বগুড়ায় অনুষ্ঠিত হল চর উন্নয়ন প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠান

নিত্য তথ্য বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক:

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্যা চরস (এমফোরসি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার আরডিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

সরকারি ও বেসরকারি অর্থায়নে দুদিন ব্যাপি চলা এই প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড.. এ কে এম ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সৈয়দা জিনিয়া রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

চর উন্নয়নের বহুমাত্রিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন এমফোরসি প্রকল্পের পরিচালক ড. আব্দুল মজিদ।

এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চর উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিষ্ঠান, গবেষক ওএবং নীতিনির্ধারকরা বক্তব্য রাখেন।

এমফোরসি প্রকল্প চরের মানুষের আয় ১৪ দশমিক ৫ মিলিয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করেছে। চর জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কনট্যাক্ট ও বগুড়ার গবেষণা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)। এতে দেশের ছয় জেলার ২৮ উপজেলার চরাঞ্চলের ৭৯ হাজার মানুষ উপকৃত হচ্ছে। ২০১৩ সালে শুরু হয়েছিল এই প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *