জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে বগুড়ায় হুইলচেয়ার বিতরণ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিকিৎসা জাতীয় নিত্য তথ্য বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক:

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে, আলোচনা সভা, প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফল প্রতিবন্ধীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের জেলা জজ আদালত এলাকার ঘোড়া চত্বর প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

র্যালী শেষে পঞ্চাশ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৩ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল ও একজনকে এলবো ক্রাচ প্রদান করা হয়।

প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ শেষে, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায়, আলোচনা সভা ও সফল প্রতিবন্ধীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, হোসনা আফরোজা বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার সর্বাত্মক কাজ করছে, তিনি সকলের প্রতি এই বলে আহ্বান জানান যে প্রতিবন্ধীদের ছোট না ভেবে তাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে”।

আব্দুল মোমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বগুড়া সদর, এর সঞ্চালনায়; আবু সাঈদ মোহাম্মদ কাওছার রহমান, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া, এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া, হোসনা আফরোজা;

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেদান আল মুসা পিপিএম, পুলিশ সুপার, বগুড়া; সিভিল সার্জন বগুড়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ ফারজানুল ইসলাম; মর্জিনা আক্তার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়া; হজরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া; মাহফুজার রহমান, সিনিয়র তথ্য অফিসার, বগুড়া; সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *