বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ঢাকা নিত্য তথ্য বাংলাদেশ

নিত্য অনলাইন ডেস্কঃ

ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সার্বিক বিষয়ে ব্রিফ করবেন তিনি।

এরই মধ্যে মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপাশি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *