বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত্ অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গতকাল সকাল সাতটা থেকে চলে দুপুর একটা পর্যন্ত নির্বাচনী চলে।
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন –
সভাপতি :আতাউর রহমান খান মুক্তা
সাধারণ সম্পাদক : রফিকুল ইসলাম
সহ: সভাপতি – আতিকুল মাহাবুব সালাম
সহ: সভাপতি – সাফি আহম্মেদ মিঠু
যুগ্ন সাধারণ সম্পাদক – আব্দুল মতিন মন্ডল
যুগ্ন সাধারণ সম্পাদক – নুরুজ্জামান মেহেবুব
নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা আইনজীবীরা সারাদিন যাবত নিরলস ভাবে ভোট সম্পন্ন করে উপযুক্ত ফলাফল নিয়ে ঘরে ফেরা।