চারিত্রিক গুনাবলীর মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে

নিত্য তথ্য বগুড়া রাজনৈতিক

বগুড়ায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যুবদলের যৌথ কর্মিসভায় নেতাকর্মি।

বিশেষ প্রতিনিধি: রাশেদ নিরব,

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয়ে জেলাভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের টিপু মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

দলকে সর্বস্তরের মানুষের মাঝে গ্রহণযোগ্য করে গড়েনতোলার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় এই সভার সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান রাজিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাএদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, রেজাউল করিম পল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামলী আক্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী মুক্তার হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মেনে চলতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে প্রতিটি নেতৃবৃন্দের চারিত্রিক আচার-আচরণ ও ব্যক্তিগত চলাফেরা পোশাকে মার্জিত হওয়ার পরামর্শ দেওয়া হয।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, রাষ্ট্র সংস্কার করার আগে নিজেকে সংস্কার করতে হবে। তারেক রহমান যেভাবে চায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে।

বর্তমান বিএনপি’র প্রোগ্রামে নতুন নতুন কর্মীদেরকে দেখা যায় যাদেরকে আগে কখনো দেখা যায়নি, তারা দলে আসতে চাচ্ছে কিন্তু যার দীর্ঘদিন যাবত এই দলটির সাথে আছেন তারাই থাকবে নতুন করে কর্মীর কোন দরকার নেই৷ কর্মী তৈরি হবে ছাত্রদলের কারখানা থেকে। কোন বিচ্ছিন্নতাবাদী কোন অনুপ্রবেশকারী কোন দুষ্কৃতিকারী কোন স্বৈরাচারী দোসর বিএনপিতে জায়গা পাবে না।

সমাবেশে বগুড়ার যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১২ উপজেলা পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *