নেত্রকোনায় সেনাবাহিনীর ভুয়া অফিসারকে আটক করেছে পুলিশ 

নিত্য তথ্য

নিত্য নিউজ ডেস্ক:

নেত্রকোনায় সেনাবাহিনীর সিনিয়র অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ আকাশ রহমান (২৫) নামে এক প্রতারকের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারণা কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।  সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

অভিযুক্ত আকাশ রহমান পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ মানিকধীর গ্রামের আব্দুল সেলিমের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে গত ৩ নভেম্বর পেনাল কোড- ১৭০/৪০৬/৪২০ ধারা নেত্রকোনা মডেল থানা একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন প্রতারক আকাশ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অভি চৌধুরী নামে একটি একাউন্ট থেকে তারা কলেজ পড়ো মেয়ের ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট একসেপ্ট করার পর অভিযুক্ত আকাশ রহমান মেসেঞ্জারে নিজেকে সেনাবাহিনী সিনিয়র অফিসার ও নিজের নাম আরিয়ান চৌধুরী বলে পরিচয় দেন। এবং তার বাড়ি নেত্রকোনার চল্লিশা রাজেন্দ্রপুর বলেও জানান।

মামলা সূত্রে আরও জানা যায়, মোঃ আব্দুল আজিজের মেয়ের সরলতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ সখ্যতা গড়ে তোলে সরাসরি সাক্ষাৎ করার বলে গত ২৭ অক্টোবর নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করে প্রতারক আকাশ রহমান। সে সময় তিনি নিজেকে সেনাবাহিনীর সিনিয়র অফিসার বলে পরিচয় দিয়ে কথা বলার একপর্যায়ে নিজ মোবাইল ফোনে টাকা শেষ বলে কলেজ পড়ুয়া মেয়ের মোবাইল ফোনটি নিয়ে কথা বলতে শুরু করে। কথা বলার মুহূর্তেই প্রতারক আকাশ মোবাইল ফোনটিকে নিয়ে পালিয়ে যায়।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলায় দায়ের পর মডেল থানার এসআই মোঃ নূরুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত প্রতারক আরিয়ান চৌধুরী আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতারক নিজের নাম মোঃ আকাশ রহমান বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।

এব্যাপারে নেত্রকোনা মডেল থানা ওসি কাজী শাহানেওয়াজ জানান, সেনাবাহিনীর সিনিয়র অফিসার পরিচয়ে একটি প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক আকাশ রহমান নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *