বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মহাসচিব মির্জা ফখরুল

জাতীয় ঢাকা নিত্য তথ্য বাংলাদেশ রাজনৈতিক

নিত্য অনলাইন নিউজ:

বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

২ নভেম্বর (শনিবার) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি বলেন, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন। এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *