নিত্য নিউজ ডেস্ক:
যৌথ বাহিনীর অভিযানে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোরা বাজারে ফিফা এন্টারপ্রাইজ নামক একটি গুদাম থেকে টিসিবি ও খাদ্যবন্ধব কর্মসূচির ২৭ মেট্রিক টন চাল জব্দ করেছে। উক্ত গুদাম মালিকের বিরুদ্ধে কালোবাজারের মাধ্যমে বেশি দামে চাল বিক্রির অভিযোগ এনে দূপচাচিয়া থানায় মামলা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে ২৭ টন চাল জব্দ করে। জব্দকৃত চালের আনুমানিক মূল্য
১২ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত চাল তালোরা পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ আব্দুল জলিল এর জিম্মানামা রাখা হয়।
আসামীকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।