মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও নেপালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

খেলাধুলা

নিত্য নিউজ প্রতিবেদক,

নেপালের দশরথ স্টেডিয়ামে রোববার আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

একই দিন আসরের প্রথম সেমিফাইনালে তহুরা খাতুনের হ্যাটট্রিক ও অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ভুটানকে ৭-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট পায় বাংলাদেশ। একই মাঠে আগামী বুধবার মুকুট ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবেন সাবিনারা।

২০২২ সালে কাঠমান্ডুতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *