নিত্য নিউজ প্রতিবেদক:
কৃষি ধ্বংসের পাঁয়তারকারী পতিত আওয়ামীলীগ সরকারের বগুড়া-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান শ্যামলের গ্রেফতারের দাবিতে বগুড়া সাতমাথায় মানববন্ধন হয়েছে।
এগ্রো ইনপুট ওনার এ্যাসোসিয়েশন উদ্যোগে রবিবার এ মানববন্ধনে বক্তব্য রাখেন এগ্রো ইনপুট ওনার্স এসোসিয়েশনের সভাপতি জোয়াহের আলী খান, সাধারন সম্পাদক মাহবুল হক, জাকিউল ইসলাম তপু, আমিনুল ইসলাম টিপু প্রমুখ।
বক্তারা জানান সরকার কৃষক পর্যায়ে সারের আমদানীতে বছরে ৩০ হাজার কোটি টাকা ভূতিকী দিয়ে থাকে। কিন্তু ফসল সুরক্ষা উপাদান সমূহ আমদানীতে কোন ভূর্তিকী দেয়না বরং ৫ ভাগ এআইটি দিতে হয়।
আওয়ামী লীগ সরকারের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শ্যামল ফ্যাসিবাদী খুনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এবং কৃষি সেক্টর কে পুরোপুরি অস্তিশীল করার লক্ষ্যে ফসল সুরক্ষা সরঞ্জামের উপর ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব করে যার পরিমাণ ৫৮ শতাংশ হতে পারে। এতে করে একদিকে বালায় নাশক ও অনুখাদ্যের দাম বাড়বে অন্য দিকে দাম বাড়ায় কৃষি উৎপাদনে ধস নামবে। ছোট ছোট অনেক পেস্টিসাইট সহ অনুখাদ্যের কারখানা বন্ধ হয়ে যাবে।
মানববন্ধনকারীরা এ ধ্বংসাত্বক প্রস্তাবের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহব্বানসহ মোস্তাফিজুর রহমানকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।