নিত্য নিউজ প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। এদিকে, ২৪ অক্টোবর সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা রয়েছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি পড়ছে। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্ততি গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।