বিশেষ প্রতিনিধি: রাশেদ নিরব
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
ড্যাব, বগুড়া জেলা শাখা ও শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল বগুড়া এর আয়োজনে এই ক্যাম্পের উদ্বোধন ও পরিদর্শন করেন –
সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সভাপতি কৃষক দল কৃষিবিদ হাসান জাফির তুহিন। ড্যাব সভাপতি, অধ্যাপক ডা: হারুন আল রশিদ। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া। সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি কয়ছর এম আহমেদ। সভাপতি বগুড়া জেলা বিএনপি রেজাউল করিম বাদশা।
সাবেক এমপিও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোশাররফ হোসেন। ভাইস চ্যান্সেলর নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ মুহাম্মদ হাছানাত আলী। সিনিয়র যুগ্ম মহাসচিব ড্যাব ডঃ মোঃ মেহেদী হাসান। যুগ্ম আহবায়ক, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, মীর শাহে আলম।
উক্ত অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা ঔষধ ও দিকনির্দেশনা দিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা।