স্টাফ রিপোর্টার:
বগুড়ার উপশহরে হাউজিং এস্টেট সমিতি ও উপশহর জামে মসজিদ কমিটির ঘর জবর দখলের অভিযোগ উঠেছে বগুড়া পৌর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাশেদুর রহমানের বিরুদ্ধে।
বগুড়া প্রেসক্লাবে শনিবার দুপুরে উপশহর হাউজিংএস্টেট কল্যান সমিতির সভাপতি আব্দুল হান্নান প্রামানিক তার লিখিত বক্তব্য অভিযোগ করেন বিএনপি নেতা রাশেদুল রহমান ১৮ অক্টোবর ৫ টায় তার লোকজন নিয়ে কল্যান সমিতির ঘর জবর দখলে নেয়। এ সময় কাগজপত্র, আসবাবপত্র টাকা পয়সা ছিল।
এর আগে একই ব্যাক্তি উপশহর এলাকায় ২৬ নম্বর রোডের ৯ নম্বর প্লটে তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বরাদ্দকৃত বাড়ী অবৈধভাবে ১৫ বছর ধরে দখল করে রাখে। সম্প্রতি সরকার থেকে ওই প্লটটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জানা যায় হাউজিং এস্টেট কল্যান সমিতিতে গত কয়েকবার সাধারন সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহন করে পরজিত হয়েছিলেন এই জবর দখলকারী।
সংবাদ সম্মেলনে কল্যান সমিতির সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সহ সহসভাপতি সুলতান মাহমুদ সহ এলাকার কয়েকজন উপস্থিত ছিলেন।