সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আইন-আদালত জাতীয় নিত্য তথ্য বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

বিএনপি কর্মি সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই আদালতের আদেশে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন এই দম্পত্তি।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ এই আদেশ প্রদান করেন।

বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম জানান, গত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপি কর্মি সুমন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। আজ তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে ৩০শে সেপ্টেম্বর গ্রেফতার করে র‍্যাব। ২রা অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড প্রদান করে আদালত। রিমান্ড শেষে ৮ই অক্টোবর তাদের আদালতৈ হাজির করা হলে জেলহাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *