ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের মঙ্গলবার তার এক ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা জানান।
পোষ্টে সারজিস লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১ টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ আদালত ঘেরাওয়ের কর্মসূচি এল। এর আগে গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুপ্রিমকোর্ট ঘেরাও করে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন, কোর্টের বিভিন্ন ভবন ও স্থাপনা রক্ষা এবং বিচারপতিদের শারীরিক হেনস্তা এড়াতেই পদত্যাগ করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভে হাইকোর্টের ২৮ জন বিচারপতির পদত্যাগের দাবি ওঠে। এ সময় আইনজীবীদের অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া এসব বিচারপতিরা সিন্ডিকেট করে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দলীয় বিবেচনায় অনেক মামলার রায় দিয়েছেন।
আইনজীবীরা আরও দাবি করেন, আইনজীবীদের দাবি, তালিকায় থাকা বিচারপতিরা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিভিন্ন অনিয়মের সহযোগী তারা। এসব বিচারপতিদের রেখে নতুন বাংলাদেশে বিচারবিভাগ সংস্কার সম্ভব নয়।
এরমধ্যে গত ৮ অক্টোবর হাইকোর্টে ২৩ জন বিচারপতিকে অস্থায়ী নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরেরদিন তারা শপথ গ্রহণ করেন।
সে সময় জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৩ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। দুই বছর পর তাঁদের স্থায়ী করা হলে তখন আবার শপথ নিতে হবে।