স্টাফ রিপোর্টার:
ডিমের মূল্য বৃদ্ধি রোধে বুধবার সকালে ভোক্তা অধিকার,বগুড়া জেলার শিবগঞ্জে একটি খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বগুড়া জেলার বিভিন্ন ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রহবলে একটি পোল্ট্রি খামারে মনিটরিংয়ে দেখা যায় খামারি ক্রেতাকে ডিম বিক্রয়ের কোনো রশিদই প্রদান করছেন না।এমনকি তার কাছে কোনো রশিদ বই-ই নেই।এভাবে ডিম বিক্রয়ের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করায় ভোক্তা অধিকার আইনে ফরহাদ হোসেন (পলাশ) কে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাউচার প্রদানের জন্য সতর্ক করা হয়।