প্রতিবেদকঃ মীর আলমগীর
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়৷
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রোববার রাজশাহীর লক্ষীপুর থেকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। আজ সকালে ৫ টি হত্যা মামলায় অভিযুক্ত সজীব সাহাকে পুলিশের কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়। পরে বিকেলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে আজিজুল হক কলেজের ছাত্রদল নেতা রাফিউল আল-আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে৷ এই সময় ছাত্রদলের নেতাকর্মীরা সজীব সাহার ফাঁসির চেয়ে শ্লোগান দেয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে সজীব সাহাকে কারাগারে প্রিজন ভ্যানে উঠানোর সময় হামলার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা ও তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।