বগুড়ার শেরপুরে বর্জ্যপাতে নিহত-২ আহত-৪
নিত্য নিউজ প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার গড়েন বাড়ী গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায় বগুড়া জেলার শেরপুর থানাধীন সুঘাট ইউনিয়নের অন্তর্গত জয়লা আলাদি (গড়ের বাড়ী) গ্রামস্থ বাঙালি নদী সংলগ্ন সেনাবাহিনীর বালু উত্তোলন এর ফাঁকা জায়গার শনিবার দুপুরে ১০ থেকে ১২ জন ফুটবল খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে জাহিদ হাসান, (১৪), মোরসালিন (১৩) ঘটনাস্থলেই বর্জ্যপাতে মৃত্য হয়। বজ্রপাতে একই সাথে আহত হয়েছেন আরো ৪ জন। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জাকারিয়া, শিহাব রাসেল (১৬), মিরাজুল,। নিজত ও আহতরা সবাই জয়লা আলদি, গ্রামের বাসিন্দা। নিজতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।