নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জাল টাকা ছাপানোর সময় চক্রের মূলহোতসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় জাল টাকা ও জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক ও নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আল আমিন রিপনের ছেলে আহসান উল্লাহ রিয়াদ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরাফাত জাল টাকা তৈরী ও বিপণনকারী সিন্ডিকেটের মূলহোতা। এছাড়া আহসান একজন সক্রিয় সহযোগী সদস্য হিসেবে হিসেবে কাজ করতেন। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজাকে সামরে রেখে বাজারে ছাড়ার উদ্দেশ্যে জাল টাকা তৈরী করছিলেন। এছাড়া তারা আশেপাশের এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, জাল নোট তৈরীর প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামদি ও নগদ ২৯শ টাকা উদ্ধার করা হয়।